২. রিমোটের মোড কাজ না করাকুল, ড্রাই, ফ্যান বা এনার্জি-সেভিং কোনো মোড যদি সঠিকভাবে কাজ না করে, তাহলে বুঝতে হবে এসির সেন্সরে সমস্যা হয়েছে। সব মোড অকেজো হলে দেরি না করে টেকনিশিয়ানের সঙ্গে যোগাযোগ করুন।৩. অস্বাভাবিক শব্দএসি থেকে যদি হঠাৎ অচেনা শব্দ আসে, বুঝতে হবে ভেতরে কোনো সমস্যা তৈরি হচ্ছে। স্বাভাবিক সাউন্ডের পরিবর্তন দেখলেই তৎক্ষণাৎ পেশাদার টেকনিশিয়ানকে ডেকে চেক করান।৪. বাতাসের প্রবাহে ব্যাঘাতএসি চালু থাকা অবস্থায় যদি মাঝে মাঝে বাতাসের প্রবাহ বন্ধ হয়ে যায়, সেটিও বিপদের লক্ষণ। ফ্যান বা ভেতরের কোনো অংশ বিকল হলে এমনটা হতে পারে। তাড়াতাড়ি মেরামত না করালে শর্ট সার্কিটের ঝুঁকি বাড়ে।৫. এসির গায়ে অতিরিক্ত তাপদীর্ঘক্ষণ চালু রাখলে যদি এসির গা স্বাভাবিকের চেয়ে বেশি গরম হয়ে যায়, বুঝবেন ভেতরের গরম বাতাস ঠিকমতো বেরোচ্ছে না। ভেন্টিলেশনে ত্রুটি বা...