ফারাহ খান তাঁর স্বভাবসুলভ রসিকতায় বলে ওঠেন, ‘যদি এটা হোটেল হয়, তবে এখানে এক রাত থাকবে নাকি?’ দিলীপও মজা করে জানতে চান, ‘কত টাকা নেবে রাত প্রতি?’ ফারাহ হেসে বললেন, ‘ঠিক জানি না, তবে এটা আমাদের বাজেট আর বেতনের অনেক বাইরে!’ কী আছে এই বাড়িতেরিদ্ধিমার বাড়িতে রয়েছে ইন-হাউস জিম, ছোটদের খেলার জায়গা এবং প্রাকৃতিক আলোয় ভরা বড় খোলা জায়গা। রিদ্ধিমার বাগানে ঢুকেই দেখা যায় লেবুগাছ। তবে লেবুর আকার এতটাই বড় যে ফারাহ ভেবে বসেন এটি জাম্বুরা। অবাক হয়ে তিনি বলেন, ‘এটা কি লেবু? আমি শুনেছি দিল্লির বাড়িগুলো বিশাল হয়, কিন্তু এত বড় লেবু এই প্রথম দেখলাম!’ বাড়ির ভেতরে ঢুকতেই চোখে পড়ে পরিপাটি লিভিংরুম। বাদামি রঙে সাজানো এই রুমের এক দিকে রয়েছে পারিবারিক বার, আরেক দিকে বসার জায়গা। ফারাহ সেই জায়গা...