আজ বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, “অনশন কর্মসূচি প্রত্যাহারের জন্য গত ১৫ দিনে সোনাম ওয়াংচুককে অনেক নেতা অনুরোধ করেছেন, কিন্তু সেসব অনুরোধ উপেক্ষা করেছেন তিনি। তথাকথিত আরব বসন্ত এবং নেপারের সাম্প্রতিক জেন জি আন্দোলনের উদাহারণ দিয়ে উসকানিমূলক বক্তব্যের মাধ্যমে নিজের অনুসারীদের ক্ষেপিয়ে তুলেছেন তিনি।”“সোনাম ওয়াংচুকের উসকানিমূলক বক্তব্যের পরেই যে লেহ-তে মব সহিংসতা শুরু হয়েছে, তার প্রমাণ পাওয়া গেছে।”প্রসঙ্গত, গত তিন বছর ধরেই রাজ্য হিসেবে স্বীকৃতির দাবিতে আন্দোলন চলছে লাদাখে। জম্মু-কাশ্মির রাজ্যের পূর্বাঞ্চলে অবস্থিত এই কেন্দ্রশাসিত অঞ্চলটির বাসিন্দাদের মতে, লাদাখের ভূমি, সংস্কৃতি ও সম্পদ রক্ষার জন্য এই স্বীকৃতি জরুরি।সূত্র : এনডিটিভিনিউজজি/এস আর “সোনাম ওয়াংচুকের উসকানিমূলক বক্তব্যের পরেই যে লেহ-তে মব সহিংসতা শুরু হয়েছে, তার প্রমাণ পাওয়া গেছে।”প্রসঙ্গত, গত তিন বছর ধরেই রাজ্য হিসেবে স্বীকৃতির দাবিতে আন্দোলন...