প্রশ্ন:কবরে কাঁচা ডাল পুঁতে দেওয়ার বিধান কী? মৃত ব্যক্তিকে মাটি দেওয়ার পর কবরের চার কোণে চার জন খেজুর গাছের ডাল বা অন্য গাছের ডাল পুঁতে দেওয়া কি শরীয়তসম্মত? এতে কি মৃতের উপকার হয়? উত্তর:কবরে খেজুর গাছের এক/ দুটি কাঁচা ডাল পুঁতে দেওয়া আল্লাহর রাসুলের (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) আমল দ্বারা প্রমাণিত। বিশুদ্ধ সূত্রে বর্ণিত হয়েছে, এক দিন আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) দুটি কবরে আজাব হচ্ছে জানতে পেরে একটি খেজুর গাছের ডালকে দুই টুকরো করে কবর দুটিতে পুঁতে দেন। (সহিহ বুখারি: ১/১৮২) অন্য বর্ণনায় এসেছে, সাহাবি বুরাইদা আসলামি (রা.) মৃত্যুর আগে অসিয়ত করে যান, যেন তার কবরে খেজুর গাছের দুটি ডাল পুঁতে দেওয়া হয়। (সহিহ বুখারি: ১/১৮১) এসব বর্ণনা থেকে যেহেতু কবরে খেজুর বা অন্য কোনো গাছের ডাল পুঁতে দেওয়ার বিষয়টি...