ঢাকা : ২৫ সেপ্টেম্বর বলিউডের অন্যতম অভিনেত্রী দিব্যা দত্তের জন্মদিন। এই দিনটি যে কোনও মানুষের কাছে স্পেশাল। জন্মদিনে জীবনের বেশ কিছু উপলব্ধির কথা সকলের সঙ্গে শেয়ার করলেন অভিনেত্রী।জন্মদিনের এই বিশেষ দিন কেমন করে কাটান অভিনেত্রী জানতে চাইলে তিনি বলেন, ‘এই মুহূর্তে আমি ঋষিকেশে শ্যুটিং করছি। কিন্তু জন্মদিনে আমি আমার পরিবারের সঙ্গে থাকাই পছন্দ করি। অর্ধেক দিনেও কাজ ফেলে বাড়ি চলে আসি আমি। এই দিনটা পরিবারের সঙ্গে না কাটালে হয় না। আমার সব বন্ধু বান্ধবরাও জানেন, এই দিনটা আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ।’প্রায় ৫০ বছরের কাছাকাছি পৌঁছে যাওয়ার পর জীবনে কী নতুন করে পরিবর্তন এসেছে জিজ্ঞাসা করায় অভিনেত্রী বলেন, ‘আমার মনে হয় এটা সম্পূর্ণ মনের ব্যাপার। যখন আপনি কিছু নতুন করার চেষ্টা করেন, তখন আপনি একটা পর্যায়ে থাকেন না। হতাশা আপনাকে গ্রাস...