১০টা-৫টার চাকরিতে মন বসত না তার। অন্য রকম পেশা চেয়েছিলেন। সেই চাওয়া পূরণও করেছেন। তবে সে জন্য কম খেসারত দিতে হয়নি তরুণীকে। তবু দুই ছেলেকে নিয়ে তিনি আজ সুখী। কারণ শেষ পর্যন্ত তার লক্ষ্য পূরণ হয়েছে। বলা হচ্ছে অস্ট্রেলিয়ার পার্থের সফল নীল ছবির তারকা লুসি ব্যাঙ্কসের কথা। বাঁধাধরা চাকরি, অন্যের অধীনে কাজ করা মোটেও পছন্দ নয় ৩২ বছর বয়সি লুসির। তাই নিশ্চিন্ত জীবিকা ছেড়ে হয়েছেন নীল ছবির তারকা। ব্যাংকে চাকরি করে যা রোজগার করতেন লুসি, এখন তার থেকে চার গুণ রোজগার তার। ছেলেদের মানুষ করার জন্য কারও মুখাপেক্ষী নন। দুই সন্তানকে নিয়ে সুখের জীবন। যেমন জীবনযাপন করতে চেয়েছিলেন, তেমনই পেয়েছেন ওই অস্ট্রেলিয়ান তরুণী। লুসি অস্ট্রেলিয়ার পার্থের বাসিন্দা। কর্পোরেটের চাকরি ছেড়ে প্রাপ্তবয়স্কদের জন্য ভিডিও তৈরি করেন তিনি এখন। আর এর কাজটা...