সদ্যপ্রয়াত বাউল সম্রাজ্ঞী ফরিদা পারভীনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে ও তাকে স্মরণ করতে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক ইউনিয়ন আয়োজন করেছে বিশেষ আলোচনা ও গানের অনুষ্ঠান। ‘শ্রদ্ধায় স্মরণে ফরিদা পারভীন’ শীর্ষক এই আয়োজন বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে ফরিদা পারভীন, লালন সংগীত ও সমসাময়িক পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন মুক্তিযোদ্ধা ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বংশীবাদক গাজী আবুল হাকিম এবং সংগীতশিল্পী ও বাউল গবেষক অরূপ রাহী। এছাড়া লালন সংগীত পরিবেশনায় অংশ নেবেন কণ্ঠশিল্পী আরিফ বাউল, পাগলা বাবলু, এলিজা পুতুল, ডলি মন্ডল, আকাশ গায়েন, মারুফ মৃন্ময়, অনিন্দ্য বিশ্বাস, অভিষেক রায় অর্চন, আবু রাশেদ, ফাইজা ফাইরুজ রিমঝিম, নবীন কিশোর গোস্বামী, লানজু খান ও ফারিয়া ইলালালা। যন্ত্রসংগীতে সঙ্গত করবেন শ্যামল আহমেদ সজল (ঢোল) এবং মোহাম্মদ বিল্লাল (বাঁশি)। বাউল সম্রাজ্ঞী ফরিদা পারভীন দীর্ঘদিন...