এশিয়া কাপের ম্যাচে ভারতের সঙ্গে বাংলাদেশের পরাজয়ের পর সোশ্যাল মিডিয়ায় অনেকেই নিজের অনুভূতি প্রকাশ করেছেন। বাংলাদেশিরা প্রায় জেতা ম্যাচটি হেরে যাওয়ার জন্য কষ্ট পেয়েছেন সেটাও জানাচ্ছেন। অনেকে খেলার ভুলগুলো নিয়ে বিশ্লেষণ করছেন। কেউ কেউ ক্রিকেটে ভারতের শক্তিমত্তার প্রশংসাও করছেন। এরমধ্যে ফেসবুকে এক স্ট্যাটাস দিয়ে বিতর্ক উস্কে দিয়েছেন বাংলাদেশের চলচ্চিত্র অভিনেতা ওমর সানি। সেটি মুহূর্তেই ভাইরাল হয়ে গেছে। ব্যাপক বিতর্কেরও জন্ম দিয়েছে। স্ট্যাটাসে ওমর সানি ভারতকে পার্শ্ববর্তী দেশ হিসেবে উল্লেখ করে করে লিখেছেন, ‘জিতে লাভ কি, তোর প্রতি কোনো শ্রদ্ধা নাই, সম্মান নাই, কি লাভ। পার্শ্ববর্তী দেশ, ইতিহাস একদিন তোকে ঘৃণা করবে, আমরা থাকবো না। তুই কি আনন্দ করছিস? তুই কি জানিস আল্লাহ তোকে এবং তোর দেশকে ভাগ করবে। I love Bangladesh’ উল্লেখ্য, এখানে ওমর সানি সরাসরি বাংলাদেশের প্রসঙ্গ করেননি, বরং...