দেশে একটি নির্বাচনী আমেজ বিরাজমান। কিন্তু নির্বাচন ঘিরে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা চলছে। সেই বিষয়ে সবাইকে সজাগ থাকতে বলেছেন বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা। জাগো নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন ১২ দলীয় জোটের এই সমন্বয়ক। তার মতে, ‘ফ্যাসিস্টবিরোধী যে ঐক্য ছিল দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্নে, গণতন্ত্রের প্রশ্নে, আমাদের অবশ্যই ঐক্যটা ধরে রাখতে হবে।’ দীর্ঘদিন ধরে ভিন্নধারার জাতীয়তাবাদী রাজনীতির প্রতিনিধিত্ব করে আসছেনসৈয়দ এহসানুল হুদা।রাজনৈতিক অঙ্গনে তিনি বিএনপি নেতৃত্বাধীন বৃহত্তর জাতীয়তাবাদী জোটের সহযোগী শক্তি হিসেবে সক্রিয়। সম্প্রতি বিভিন্ন আন্দোলন ও কর্মসূচিতে তার নেতৃত্বে ১২ দলীয় জোট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে জাগো নিউজের সঙ্গে কথা বলেছেন এই রাজনীতিবিদ। সাক্ষাৎকার নিয়েছেন নিজস্বপ্রতিবেদক হাসান আলী। সৈয়দ এহসানুল হুদা:দেখুন, ৫ আগস্ট বাংলাদেশের জন্য একটি যুগান্তকারী মাইলফলক। একটি গণঅভ্যুত্থানের মাধ্যমে...