সুস্থ জীবনযাপনের জন্য পরিবেশ রক্ষার কোন বিকল্প নেই। পরিবেশ, প্রাণ—প্রকৃতি রক্ষায় জাতি হিসেবে আমরা কোন সফলতা অর্জন করতে পারিনি। পরিবেশ সুরক্ষার ইনডেক্সে ১৮০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৭৯তম। পরিবেশ সুরক্ষায় জাতি হিসেবে আমরা ব্যর্থ। বায়ুদূষণে বিশ্বের সাড়ে ১২শ শহরের মধ্যে ঢাকার অবস্থান তৃতীয়। বিগত সরকারের আমলে উন্নয়নের নামে পরিবেশ ধ্বংস করা হয়েছে। রামপাল কয়লাচালিত বিদুৎ প্রকল্পের কারণে সুন্দবনের জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে। মাতারবাড়ি, বড়পুকোরিয়া, পায়রাসহ বেশ কয়েকটি কয়লা ভিত্তিক বিদুৎ কেন্দ্র পরিবেশ সুরক্ষা বিবেচনা করে তৈরি করা হয়নি। পরিবেশের ক্ষতি করে অর্থনৈতিক প্রবৃদ্ধি হলে তা টেকসই হয় না। আজ বৃহস্পতিবার ২৫ সেপ্টেম্বর ডিবেট ফর ডেমোক্রেসি এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত এক সংলাপে ডিবেট ফর ডেমোক্রেসি’র চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ এসব কথা বলেন। সংলাপটি তেজগাঁওয়ের চ্যানেল আই...