ব্যাংক বা অন্য কোনো প্রতিষ্ঠান কখনোই আপনার ওটিপি বা পিন চাইবে না। কেউ চাইলে বুঝবেন প্রতারণার ঝুঁকি আছে। মেসেজ বা ই–মেইলে পাওয়া লিংক বা অ্যাপ ডাউনলোডের অনুরোধে সাড়া দেবেন না। এসবের মাধ্যমে আপনার কার্ডের তথ্য চুরি হতে পারে। কার্ড দিয়ে প্রতিবার লেনদেনের সঙ্গে সঙ্গে এসএমএস বা অ্যাপ নোটিফিকেশন এলে দ্রুত বুঝতে পারবেন কোনো অনাকাঙ্ক্ষিত লেনদেন হয়েছে কি না। প্রতি সপ্তাহ বা মাসে একবার অ্যাকাউন্ট স্টেটমেন্ট ও ব্যালান্স চেক করুন। অস্বাভাবিক লেনদেনের মতো কিছু চোখে পড়লে সঙ্গে সঙ্গে ব্যাংককে জানান। সুযোগ থাকলে কার্ডে প্রতিদিন বা মাসিক সর্বোচ্চ খরচের সীমা বেঁধে দিন। এতে বড় ক্ষতি হবে না। শুধু বিশ্বস্ত প্রতিষ্ঠানকেই কার্ড সংযোগ দিন। অটো-ডেবিট ব্যবহারের আগে ভালোভাবে যাচাই করে নিন। চিপ বা কন্ট্যাক্টলেস (এএফসি) প্রযুক্তির সুবিধাযুক্ত কার্ড তুলনামূলক নিরাপদ। সম্ভব...