এক যুগ পর পরিবর্তন করা হয়েছে ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ পর্যায়ের প্রতিযোগিতা বাংলাদেশ ফুটবল লিগের নাম। বুধবার (২৪ সেপ্টেম্বর) বাফুফের জরুরি নির্বাহী কমিটির সভা শেষে লিগের নতুন নামকরণ হয়েছে বাংলাদেশ ফুটবল লিগ (বিএফএল)।বাফুফে পেশাদার লিগ শুরু করে ২০০৭ সালে। তখন এই লিগের নামকরণ করা হয় বি লিগ। ২০০৮ সালে কাজী সালাউদ্দিন বাফুফে সভাপতি হওয়ার পর তিনি এটিকে পরিবর্তন করে নাম রাখেন বাংলাদেশ লিগ।তিন বছর পর আবার নাম পরিবর্তন করে ২০১১ সালে এর নাম রাখা হয় বাংলাদেশ প্রিমিয়ার লিগ। এক যুগের বেশি সময় ধরে এই নামেই ঘরোয়া ফুটবলের শীর্ষ লিগ পরিচালিত হয়ে আসছে। তবে নতুন মৌসুম থেকে শুরু হতে যাওয়া লিগের নামকরণ হয়েছে বাংলাদেশ ফুটবল লিগ (বিএফএল)। এর আগে পেশাদার লিগ কমিটি নামকরণ পরিবর্তনের প্রস্তাব দিয়েছিল।বিপিএল লিখে গুগলে সার্চ দিলে ক্রিকেটের বিপিএল...