নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বেক্সিমকো গ্রুপের অধীন তিনটি কোম্পানির অধীনে ১৫টি কারখানা চালুর ঘোষণার পর বেক্সিমকো ছাড়া বাকি দুই প্রতিষ্ঠানের শেয়ারদামে ইতিবাচক সাড়া দেখা গেছে। গত ২২ সেপ্টেম্বর (২০২৫) ডিএসই থেকে পাঠানো এক চিঠির জবাবে কোম্পানি নিশ্চিত করেছে যে, জাপান ও যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের সহযোগিতায় কারখানাগুলো স্থাপন করা হবে। প্রতিষ্ঠানটির লক্ষ্য, ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যেই প্রকল্প থেকে প্রায় ৩৮০ কোটি টাকা নিট মুনাফা অর্জন। এ খবর বাজারে ছড়িয়ে পড়ার পর বিনিয়োগকারীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হলেও বেক্সিমকো লিমিটেড এখনো ফ্লোর প্রাইসে আটকে রয়েছে। তবে সাম্প্রতিক সময়ে ব্লক মার্কেটে শেয়ারটিতে কিছুটা লেনদেন নড়াচড়া শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বেক্সিমকো লিমিটেড এক চিঠিতে জানায় যে, গত ১৮ সেপ্টেম্বর প্রথম আলো অনলাইন পোর্টালে প্রকাশিত “বেক্সিমকোর ১৫টি কারখানা চালু করতে জাপান ও যুক্তরাষ্ট্র থেকে আসছে...