এশিয়া কাপে ভারত-পাকিস্তানের আসল লড়াইটা হচ্ছে মাঠের বাইরে। মাঠের লড়াইয়ে এবার এশিয়া কাপে ভারত পাকিস্তানের বিপক্ষে ২-০ তে এগিয়ে থাকলেও মাঠের বাইরে দুই দল লড়ছে চোখে চোখ রেখে। এবার দুই পক্ষই একে অপরের ক্রিকেটারদের বিরুদ্ধে আইসিসিতে অভিযোগ করেছে। ভারতীয় সংবাদমাধ্যম ‘নিউজ ১৮’ জানিয়েছে এ খবর। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) অভিযোগ করেছে পাকিস্তানের পেসার হারিস রউফ ও ওপেনার সাহিবজাদা ফারহানের বিরুদ্ধে। ২১ সেপ্টেম্বর দুবাইয়ে সুপার ফোরে ভারত-পাকিস্তান ম্যাচে ফারহান ফিফটি করার পর একে-৪৭ বন্দুক চালানোর মতো ভঙ্গিতে উদ্যাপন করেন। ভারতীয় সমর্থকেরা এই অঙ্গভঙ্গির বেশ সমালোচনা করেন। একই ম্যাচে রউফ ভারতীয় দর্শকদের উদ্দেশে বিমান ভূপাতিত হওয়ার ইঙ্গিত করে হাত নাড়েন। অভিযোগে বলা হয়েছে, এটি ভারতের সামরিক বাহিনীকে কটাক্ষ করার ইঙ্গিত। শুধু তাই নয়, ম্যাচে ভারতের ওপেনার শুবমান গিল ও অভিষেক শর্মার ঝোড়ো...