সুপার ফোরে ভারত বধের স্বপ্নটা পূরণ হয়নি বাংলাদেশের। তবে ফাইনালে ওঠার স্বপ্নটা এখনো শেষ হয়ে যায়নি টাইগারদের। পাকিস্তানের বিপক্ষে আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) অলিখিত সেমিফাইনালে মাঠে নামছে বাংলাদেশ। শিরোপা জয়ের লক্ষ্যটা ধরে রাখতে এই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই লিটন- তাসকিনদের। তাই সম্ভাব্য সেরা একাদশ নিয়েই মাঠে নামবে টাইগাররা। সুপার ফোরের ম্যাচে আজ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮ টায়। চোটের কারণে ভারতের বিপক্ষে খেলা হয়নি অধিনায়ক লিটন দাসের। তার জায়গায় দলকে নেতৃত্ব দেন জাকের আলী অনিক। ভারতের বিপক্ষে হারের পর পাকিস্তানের বিপক্ষে ম্যাচে একাদশে কোনো পরিবর্তন আসবে কি-না, এমন প্রশ্নের উত্তরে জাকের বলেন, ‘দেখি কী ধরনের কম্বিনেশন নিয়ে নামা যায়। এটা ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে টিম মিটিংয়ে চুড়ান্ত করতে...