ওয়ালটন হেডকোয়ার্টার্সে অগ্নিনিরাপত্তা প্রশিক্ষণের আয়োজন করা হয়। ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ সর্বদা কর্মীদের নিরাপত্তা প্রদানে দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় ওয়ালটন হেডকোয়ার্টার্সে দুই দিনব্যাপী অগ্নিনিরাপত্তা প্রশিক্ষণের আয়োজন করা হয়। ওয়ালটন কর্তৃপক্ষ জানায়, বাংলাদেশ শ্রম আইন-২০০৬ ও শ্রম বিধি-২০১৫ এর নির্দেশনা অনুযায়ী নিয়মিত আয়োজন হিসেবে ইনভায়রনমেন্ট, হেলথ এন্ড সেইফটি (ইএইচএস) বিভাগের ফায়ার সেইফটি ম্যানেজমেন্ট সেকশনের মাধ্যমে গাজীপুরের চন্দ্রাসহ ওয়ালটন হেডকোয়ার্টারে গত ২৩ তারিখ থেকে দুই দিনব্যাপী ‘অগ্নি নিরাপত্তা ব্যবস্থাপনা’শীর্ষক প্রশিক্ষণ প্রদান করা হয়। উক্ত প্রশিক্ষণটি ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির এ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ ইউসুফ আলী তার শুভেচ্ছা বক্তব্যে বলেন, “অগ্নি নিরাপত্তা আমাদের সবার দায়িত্ব। এই প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান কর্মক্ষেত্র ও দৈনন্দিন জীবনে কাজে লাগিয়ে আমরা একটি নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে পারি। নিরাপত্তা হোক আমাদের অভ্যাস ও সংস্কৃতি।” ইনভায়রনমেন্ট, হেলথ...