যুক্তরাষ্ট্রে হামলার অভিযোগে আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের বিরুদ্ধে মামলা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন। নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরের কাছে পোর্ট অথোরিটি পুলিশ ডিপার্টমেন্ট থানায় বুধবার রাতে তিনি এ মামলা দায়ের করেন। বৃহস্পতিবার দুপুরে এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেইজে প্রকাশিত এক ভিডিও বার্তায় আখতার হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, “এয়ারপোর্টে হামলার পরে আওয়ামী সন্ত্রাসীরা আবার হোটেলের লবিতে হামলার উদ্দেশ্যে আসে। তখন আমাদের সদস্যরা ও শুভাকাঙ্ক্ষীরা তাদের প্রতিহত করে এবং পুলিশকে খবর দেন। পরবর্তীতে পুলিশের পরামর্শেই মামলা করি।” প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হয়ে জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউ ইয়র্কে গিয়ে বিমানবন্দরে আওয়ামী লীগের নেতাকর্মীদের হেনস্তার শিকার হন বিএনপি ও এনসিপির নেতারা। এ সময় তাদের উদ্দেশে ইউনূসবিরোধী স্লোগান দেওয়া হয় এবং এনসিপি নেতা আখতার...