ওয়ানডে ও টি-টোয়েন্টির পর এবার টেস্টে প্রথমবারের মতো ভারতের সহ-অধিনায়ক হলেন রাভিন্দ্রা জাদেজা। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে শুবমান গিলের ডেপুটি থাকবেন তিনি। ঘরের মাঠে অনুষ্ঠেয় দুই টেস্টের সিরিজটির জন্য বৃহস্পতিবার ১৫ জনের দল দিয়েছে ভারত। চোট কাটিয়ে ফিরেছেন পেস বোলিং অলরাউন্ডার নিতিশ কুমার রেড্ডি। ডাক পেয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা কিপার-ব্যাটসম্যান নারায়ণ জাগদেশান। তাদের সঙ্গে ফেরানো হয়েছে বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার আকসার প্যাটেল ও টপ অর্ডার ব্যাটসম্যান দেবদূত পাডিক্কালকে। গত ইংল্যান্ড সফরের সময় পায়ে চোট পাওয়া সহ-অধিনায়ক রিশাভ পান্ত এখনও সেরে ওঠেননি। তাই ক্যারিবিয়ানদের বিপক্ষে জাদেজাকে দায়িত্বটি দিয়েছে ভারত। ওই সফরেই হাঁটুতে চোট পেয়েছিলেন নিতিশ। এখন পর্যন্ত ১৪ টেস্ট খেলা আকসার এই সংস্করণে সবশেষ মাঠে নামেন ২০২৪ সালের ফেব্রুয়ারিতে, ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে। ওই বছরের নভেম্বরে অস্ট্রেলিয়া সফরে পার্থে ক্যারিয়ারের দুই টেস্টের সবশেষটি...