ক্যারিয়ারের শেষপ্রান্তে এসে প্রথমবারের মতো টেস্ট ফরম্যাটের সহ-অধিনায়ক হলেন রবীন্দ্র জাদেজা। আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এর আগে ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটে সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করলেও লাল বলের ক্রিকেটে জাদেজা প্রথমবার সহ-অধিনায়ক হয়েছেন। দলের নেতৃত্বে থাকছেন তরুণ ওপেনার শুবমান গিল, যিনি এর আগেও ইংল্যান্ড সফরে প্রথমবার টেস্টে নেতৃত্ব দিয়েছিলেন। তবে পায়ের চোট কাটিয়ে না ওঠায় দলের সহ-অধিনায়ক রিশাভ পান্ত এবারও স্কোয়াডে নেই। তিনি বর্তমানে বেঙ্গালুরুর বোর্ডের সেন্টার অব এক্সিলেন্সে পুনর্বাসন প্রক্রিয়ায় আছেন। উইকেটরক্ষক হিসেবে দলে রাখা হয়েছে ধ্রুব জুরেল ও এন জগদীশনকে, এর মধ্যে জুরেলকেই প্রথম পছন্দ হিসেবে দেখা হচ্ছে। দলে আছেন পেসার জাসপ্রিত বুমরাও। যদিও ২৮ সেপ্টেম্বর দুবাইয়ে এশিয়া কাপের ফাইনাল খেলার মাত্র একদিন পরই...