২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩৯ পিএম | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩৯ পিএম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এরমধ্যে দিয়ে আজ থেকে শুরু হয়েছে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারণা। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১ টায় চাকসু নির্বাচন পরিচালনার ওয়েবসাইটের মাধ্যামে এই চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। চূড়ান্ত তালিকা প্রকাশের পর থেকেই প্রার্থীরা ক্যাম্পাসে, হলে হলে ছাত্রছাত্রীদের কাছে নানা প্রতিশ্রুতি দিয়ে প্রচারণা চালাচ্ছেন। এতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তৈরি হয়েছে নির্বাচনী আমেজ। প্রকাশিত তালিকা অনুযায়ী, চাকসু নির্বাচনে তিন শীর্ষ পদ সহ-সভাপতি (ভিপি) পদে ২৪ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ২২ জন এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। এছাড়া মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক পদে ১৭ জন, খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক...