আরিয়ান খানের ওয়েব সিরিজ ‘দ্য ব্যা**ডস অব বলিউড’ মুক্তির পর আলোচনায় এসেছেন অভিনেত্রী অন্যা সিং। সিরিজের প্রধান চরিত্র লক্ষ্যর ম্যানেজার হিসেবে সান্যা চরিত্রে অভিনয় করেছেন তিনি। কাহিনির কেন্দ্রবিন্দুতে রয়েছে এক বহুল আলোচিত তিন ছবির চুক্তি—যা কারও জন্য সৌভাগ্যের টিকিট, আবার কারও জন্য দমবন্ধ করা ফাঁদ। মজার বিষয়, বাস্তব জীবনেও অন্যা একসময় এমন চুক্তির ফাঁদে পড়েছিলেন। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস, হিন্দুস্তান টাইমস। ২০১৬ সালে যশ রাজ ফিল্মস (ওয়াইআরএফ) তাঁকে নতুন মুখ হিসেবে পরিচয় করায় এবং তিন ছবির চুক্তিতে সই করায়। ২০১৭ সালে আদার জৈনের বিপরীতে তাঁর প্রথম ছবি ‘কয়েদি ব্যান্ড’ মুক্তি পায়। তবে ছবিটি বক্স অফিসে ব্যর্থ হয়, ফলে বাকি দুটি ছবি আর নির্মিত হয়নি। ধীরে ধীরে অন্যা হয়ে ওঠেন প্রান্তিক চরিত্রের অভিনেত্রী। প্রায় এক দশক ধরে ইন্ডাস্ট্রিতে থাকলেও তাঁকে দেখা গেছে...