নাট্যাচার্য সেলিম আল দীনের জিনিসপত্র ফেরত দিতে বীর মুক্তিযোদ্ধা ও দেশবরেণ্য সংস্কৃতিকর্মী নাসির উদ্দীন ইউসুফ বাচ্চুসহ চারজনকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। এই নোটিশ পাঠিয়েছেন সেলিম আল দীনের ভাইয়ের ছেলে। সেখানে বলা হয়েছে, সেলিম আল দীনের অর্জিত বিভিন্ন পদক, পুরস্কার, নাটকের পাণ্ডুলিপি ও অন্যান্য ব্যবহার্য জিনিসপত্র ফেনীতে অবস্থিত সেলিম আল দীন জাদুঘরে জমা দেওয়ার জন্য। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সেলিম আল দীনের ভাতিজা ও সেলিম আল দীন কেন্দ্রের সহ-সভাপতি সালাহ উদ্দিন শুভ্রের পক্ষে এ নোটিশ পাঠান আইনজীবী শিহাব উদ্দিন খান। নোটিশপ্রাপ্ত অন্যরা হলেন মো. কামরুল হাসান, আব্দুস সালাম এবং নাসরিন সুলতানা বিলকিস। আইনজীবী শিহাব উদ্দিন খান নোটিশের উদ্ধৃতি দিয়ে জানান, নাট্যকার সেলিম আল দীন বিশ্বমানের নাট্যকার, লেখক, গবেষক ও নাট্যনির্দেশক ছিলেন। নাট্যজগতে তার অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি 'নাট্যাচার্য' উপাধিতে ভূষিত হন। তিনি...