অনেকেই নখ বড় রাখতে পছন্দ করেন। বিশেষ করে নারীরা। নানান রঙের নেইলপলিশ দিয়ে বড় নখ সাজান। সৌন্দর্যের এক আলাদা মাত্রা যোগ করে রংবেরঙের বড় নখ। তবে সেটি খুব সামান্যই বড় থাকে। সপ্তাহে একদিন নখ কেটে সাইজ ঠিক রাখেন। কিন্তু জানেন কি? এক ব্যক্তি ৩৪ বছরে একবারও নখ কাটেননি। ভিয়েতনামী শিল্পী লু কং হুয়েন নামের একজন ব্যক্তি বিশ্বের সবচেয়ে লম্বা হাতের নখের বিশ্বরেকর্ড করেছেন। তার নখের দৈর্ঘ্য ৫৯৪.৪৫ সেমি (১৯ ফুট ৬ ইঞ্চি)। যা একটি প্রাপ্তবয়স্ক জিরাফের গড় উচ্চতার চেয়েও বেশি। লু কং হুয়েনের প্রতিটি আঙুল থেকে ঝুলছে পেঁচানো ১৯ ফুট নখ। নানান রঙে সজ্জিত সেই নখগুলো। ৩৪ বছর আগে তিনি তার বাবার পদাঙ্ক অনুসরণ করে একজন শামান হওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর থেকে নখ কাটা বন্ধ করে দেন। তার বাবা ছিলেন...