ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্যান্সার চিকিৎসায় প্রিসিশন মেডিসিন বিষয়ে দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে ‘মলিকুলার ইনসাইটিস, থেরাপিউটিস অ্যাডভান্স অ্যান্ড পলিসি ইনোভেশন ইন ক্যান্সার কেয়ার’ শীর্ষক এ সম্মেলন অনুষ্ঠিত হয়। ঢাবির জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি বিভাগ এবং ক্যান্সার কেয়ার অ্যান্ড রিসার্চ ট্রাস্ট বাংলাদেশের যৌথ উদ্যোগে এ সম্মেলনের আয়োজন করা হয়।আরো পড়ুন:৪০ দেশের প্রতিনিধিদের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনহোসেনপুরে বিএনপির সম্মেলনে হট্টগোল, কমিটি গঠন হয়নি সম্মেলনের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ। এ সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. এনামুল হক, বাংলাদেশ ক্যান্সার সোসাইটি হাসপাতালের পরিচালক...