সম্প্রতি কলকাতার একটি পত্রিকায় সাক্ষাৎকারের বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার ব্যাখ্যায় সন্তুষ্ট হয়েছে বিএনপি। মঙ্গলবার রাতে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এ নিয়ে আলোচনা হয়েছে। এই ইস্যুতে দল মহাসচিবের পাশে রয়েছে বলে জানা গেছে। সম্প্রতি ভারতের একটি পত্রিকায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়। এতে যে বক্তব্য প্রকাশিত হয়েছে, তা নিয়ে দেশের রাজনৈতিক মহলে তোলপাড় হয়। জানা যায়, এ প্রসঙ্গটি বিএনপির স্থায়ী কমিটির বৈঠকেও আলোচনা হয়েছে। সাক্ষাৎকার প্রসঙ্গে বিএনপি মহাসচিব তার বক্তব্য তুলে ধরেন। আরও পড়ুনআরও পড়ুনজামায়াতকে কি ক্ষমতায় দেখতে চায় যুক্তরাষ্ট্র? তিনি বলেন, তার বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে, যেটি মিথ্যা ও মনগড়া। তার এ বক্তব্যের সঙ্গে স্থায়ী কমিটি একমত পোষণ করে। তা ছাড়া বিএনপি মহাসচিব প্রকাশিত...