ঢাকা: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি গর্ভাবস্থায় প্যারাসিটামল সেবনে শিশুর অটিজমের ঝুঁকি বাড়ে—একে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) উড়িয়ে দিয়েছে। বুধবার প্রকাশিত এক বিবৃতিতে ডব্লিউএইচও জানিয়েছে, জ্বর ও ব্যথা নিরাময়ে ব্যবহৃত এই ওষুধের সাথে অটিজমের কোনো বৈজ্ঞানিক সম্পর্ক এখন পর্যন্ত পাওয়া যায়নি।গত দশকে প্যারাসিটামল ও অটিজমের সম্ভাব্য সম্পর্ক নিয়ে ব্যাপক গবেষণা হয়েছে, যেখানে কোন প্রমাণ মিলেনি। বিশ্বজুড়ে প্যারাসিটামল নামে পরিচিত এই ওষুধটি যুক্তরাষ্ট্রে অ্যাসিটামিনোফেন বা টাইলেনল নামে বিক্রি হয়।তবে, গর্ভাবস্থায় কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি হলে শুধুমাত্র চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবনের ওপর গুরুত্বারোপ করেছে ডব্লিউএইচও।এর আগে সোমবার এক সংবাদ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প শিশুকালের টিকা এবং গর্ভবতী নারীদের প্যারাসিটামল সেবনের সাথে অটিজমের সম্পর্ক থাকার কথা বলেন।যুক্তরাষ্ট্রে প্যারাসিটামলের ব্র্যান্ড নাম 'টাইলেনল' উল্লেখ করে ট্রাম্প বলেন, 'আমি সরাসরি বলতে চাই, টাইলেনল নেবেন না। এটি সেবন...