অন্যদিকে তিনি একজন লেখক। তাঁর লেখা কাব্যগ্রন্থ, ‘প্রিয়তির কাব্য’ ২০০৩ সালে একুশে বইমেলায় প্রকাশিত হয়। দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘প্রত্যয়, প্রেম ও দ্রোহ’ নামে শীঘ্রই প্রকাশিত হতে যাচ্ছে। এছাড়া তিনি ২০০৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ‘কমল সামাজিক আন্দোলন’ নামে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিষ্ঠাতা সমন্বয়কারী । ‘তৃণমূল পার্লামেন্ট’ নামে তাঁর প্রতিষ্ঠিত সামাজিক সংগঠনটি ২০১৮ সালে প্রতিষ্ঠা করেন যার মাধ্যমে তিনি সরাইল ও আশুগঞ্জের হতদরিদ্র মানুষের সেবায় কাজ করছেন।তিনি ১৯৯৮, ১৯৯৯, ২০০০ ও ২০২৩ সালে কারাভোগ করেন এবং অসংখ্য রাজনৈতিক মামলার আসামি হয়ে ফেরারী জীবন কাটিয়েছেন। তাছাড়া বিগত ০১ বছর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বিএনপি সূচিত রাষ্ট্র সংস্কার নীতির ৩১ দফা নিয়ে সরাইলে শতাধিক উঠান বৈঠক করেছেন। এছাড়া তিনি সরাইলে প্রথমবারের মত শহীদ আরাফাত রহমান কোকো ফুটবল টুর্নামেন্ট ও ব্যাডমিন্টন টুর্নামেন্ট...