টাঙ্গাইলের সখীপুরে জনপ্রিয় হয়ে উঠছে বায়োগ্যাস প্লান্ট। পচনশীল বর্জ্য ও পশুর গোবরের যথাযথ ব্যবহার, স্বল্প খরচে জ্বালানি উৎপাদন, পয়ঃনিস্কাশন ও স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন এবং পরিবেশ দূষণ রোধে এ উদ্যোগের প্রতি ঝুঁকছে স্থানীয়রা। বিশেষ করে ডেইরি ও পোল্ট্রি খামারের মালিকরা বায়োগ্যাস প্লান্ট স্থাপনে আগ্রহ দেখাচ্ছেন। প্রতিদিন রান্নার কাজে জ্বালানি কাঠের ব্যবহার কমে আসছে। এর ফলে বন উজাড় রোধ, পরিবেশ সুরক্ষা এবং গ্রামীণ পরিবারে সহজে জ্বালানি সরবরাহ নিশ্চিত হচ্ছে। এতে রান্নাবান্নার কাজ যেমন সহজ হচ্ছে, তেমনি গৃহিণীরাও ধোঁয়া ও স্বাস্থ্যঝুঁকি থেকে মুক্ত থাকছেন। উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ের সূত্রে জানা যায়, বেশ কয়েকটি গ্রামে ‘ইমপ্যাক্ট বায়োগ্যাস প্রকল্প’-এর আওতায় প্রশিক্ষণ ও ঋণ প্রদানের মাধ্যমে এ কার্যক্রম জনপ্রিয় করে তুলতে কাজ করছে উপজেলা যুব উন্নয়ন অধিদফতর। উপজেলার নলুয়া গ্রামের তসলিমা আক্তার বলেন, “ডেইরি ফার্মের বর্জ্য...