চট্টগ্রাম:শতবর্ষী বাণিজ্য সংগঠন চিটাগাং চেম্বারের নির্বাচনে চারটি গ্রুপে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ৭১ প্রার্থী। এর মধ্যে প্রাথমিক বাছাইতে বাতিল হয়েছে ৩৫ জনের মনোনয়নপত্র।তবে আপিল করার কিংবা ঘাটতি থাকা কাগজপত্র জমা দেওয়ার সুযোগ পাবেন প্রার্থীরা। বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন চিটাগাং চেম্বার নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান এবং পরিচালক (স্থানীয় সরকার) মনোয়ারা বেগম। তিনি বলেন, কিছু কাগজপত্রের ঘাটতির কারণে কিছু প্রার্থীর মনোনয়ন বৈধ হয়নি। তারা প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার কিংবা আপিল করার সুযোগ পাবেন। জানা গেছে, অর্ডিনারি সদস্য গ্রুপে বৈধ প্রার্থী ২৪ জন। তাঁরা হলেন- এএসএম ইসমাইল খান, শহীদুল আলম, মো. গোলাম সরওয়ার, মো. শওকত আলী, মো. জামাল উদ্দিন, মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী, কামাল মোস্তফা চৌধুরী, নাসির উদ্দিন চৌধুরী, তাওসিফ আহমেদ, আসাদ ইফতিখার, এমাদ এরশাদ, মো. জসিম উদ্দিন চৌধুরী, ডা. এটিএম রেজাউল করিম, মো....