পৃথিবী ভরপুর সৌন্দর্যে। নীল আকাশ, সবুজ বনানী, পাহাড়-পর্বত, সাগর-নদী, চাঁদ-সূর্য-তারকা— প্রতিটি দৃশ্য মহান স্রষ্টার মহিমার প্রমাণ বহন করে। আল্লাহ তাআলা মানুষকে করেছেন সৃষ্টির সেরা জীব, জ্ঞান-বুদ্ধি দিয়ে পৃথিবীর সবকিছু মানুষের জন্য সুসজ্জিত করেছেন। তবুও আজ মানুষ আল্লাহর হুকুম ভুলে যাচ্ছে, দুনিয়ার মোহে মগ্ন হয়ে পড়ছে। ধন-সম্পদ, ক্ষমতা, দালান-কোঠা, পদমর্যাদা — এগুলোকেই জীবনের একমাত্র লক্ষ্য মনে করছে। অথচ আল্লাহ বলেন, “এ দুনিয়ার জীবন তো ক্রীড়া ও খেলা ছাড়া কিছু নয়। আর পরকালই প্রকৃত জীবন, যদি তোমরা জান।” (সুরা আনকাবুত: ৬৪) দুনিয়ার ক্ষমতা ক্ষণস্থায়ী, আল্লাহর ক্ষমতা চিরন্তন ইতিহাস সাক্ষ্য দেয়, একসময়ের পরাক্রমশালী রাজা-বাদশাহ আজ কেবল ইতিহাসের পাতায় নাম মাত্র। তাদের প্রাসাদ আজ ধ্বংসস্তূপ। দুনিয়ার ক্ষমতা ক্ষণস্থায়ী, কিন্তু আল্লাহর ক্ষমতা চিরস্থায়ী। আল্লাহ সতর্ক করেছেন, “তোমরা যেখানে থাকো, মৃত্যু তোমাদেরকে পৌঁছে যাবে, যদিও তোমরা...