ক্যারিবিয়ান গায়িকা রিয়ানা ও মার্কিন র্যাপার এএসএপি রকি তাদের সংসারে তৃতীয় সন্তানের আগমন উদযাপন করছেন। দুই তারকা দম্পতির ঘরে দুই ছেলে রজা ও রিওটের পর এবার কন্যা সন্তান এসেছে। গতকাল বুধবার মা হওয়ার কথা ইনস্টাগ্রামে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছেন রিয়ানা। তৃতীয় সন্তানের নাম রাখা হয়েছে রকি আইরিশ মেয়ার্স। পরিবারে প্রতিটি সন্তানের নামের প্রথম অক্ষর ‘আর’ দিয়ে শুরু করার ঐতিহ্য এবারও বজায় রয়েছে। এর আগে জন্ম নেয়া তাদের দুই ছেলে যথাক্রমে তিন ও দুই বছর বয়সী। রিয়ানা এই বছরের মে মাসে মেট গালায় তৃতীয় সন্তানের আগমনের বিষয়টি প্রকাশ করেছিলেন।...