রাজনৈতিক বিশ্লেষক ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘এতদিন পর্যন্ত আওয়ামী লীগ যখন রাস্তায় মিছিল নিয়ে নেমেছে ছাত্রদল, যুবদল বা বিএনপির লোকজন সেটাকে প্রটেক্ট করেছে, সেটাকে থামিয়েছে। কখনো কখনো কিছু হালকা আঘাত করেছে। করে পুলিশের হাতে হস্তান্তর করেছে। জামায়াতকে-এনসিপিকে কখনো এ ধরনের মিছিল থামাতে দেখা যায়নি।’বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) নিজের ইউটিউব চ্যানেলে এক ভিডিওতে তিনি এসব কথা বলেন। ডা. জাহেদ বলেন, ‘দেশের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের অন্যায় অবিচারের বিরুদ্ধে যে মামলা হচ্ছে এগুলো মূলত বিএনপির লোকজন করছেন, হওয়ারই কথা। আমরা এখন জামায়াতের এই শেষ মুহূর্তে এসে তাদের ভূমিকার কথা দেখছি।’ তিনি আরো বলেন, ‘জামায়াত তো আসলে ১৪-১৫ সালের পর পুরোপুরি থেমে গিয়েছিল। তারা খুবই টাফভাবে মাঠে ছিল, যখন তাদের নেতাদের ফাঁসি দিচ্ছিলেন শেখ হাসিনা। এরপর জামায়াত একেবারে শেখ হাসিনার কথা মতো তিনি...