চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদের নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এবারের নির্বাচনে মোট ৯০৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানানো হয়েছে। চূড়ান্ত তালিকা অনুযায়ী, চাকসুতে ৪১৫ জন এবং হল সংসদে ৪৭২ জন প্রার্থী অংশ নিচ্ছেন। এছাড়া শিল্পী রশিদ চৌধুরী হোস্টেলের প্রতিনিধিত্বে রয়েছেন আরও ২০ জন প্রার্থী। সহসভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৪ জন এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে ২২ জন প্রার্থী মাঠে আছেন। ইতোমধ্যে বিভিন্ন ছাত্র সংগঠনভিত্তিক প্যানেল, যার মধ্যে ছাত্রদল ও ছাত্রশিবির-সমর্থিত প্যানেলও রয়েছে, নির্বাচনী প্রচারণা শুরু করেছে। দুর্গাপূজার ছুটি শুরু হওয়ায় ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপস্থিতি কম হলেও প্রার্থীরা ছুটির মাঝেও প্রচারণা চালিয়ে যাচ্ছেন। নির্বাচন কমিশন জানিয়েছে, মনোনয়ন জমাদানের শেষ দিন বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) মোট ৯৩১টি মনোনয়নপত্র গ্রহণ করা হয়। যাচাই-বাছাই শেষে প্রাথমিকভাবে...