কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশে বর্তমানে সারের কোনো সংকট নেই। গ্যাসের দাম বাড়লেও সারের দাম বাড়ানো হবে না। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, সার সংকট, আমদানি ও সরবরাহসহ সার্বিক বিষয় পর্যালোচনার জন্য ইতোমধ্যে জাতীয় সার ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়েছে। জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, কৃষি জমি সংরক্ষণে কঠোর বিধান রেখে নতুন অধ্যাদেশ আনা হচ্ছে। কোনো অবস্থাতেই ফসলি জমি নষ্ট করা যাবে না। ক্রমবর্ধমান জনগোষ্ঠীর খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে বিদ্যমান কৃষি জমি রক্ষাকে আমরা সর্বোচ্চ প্রাধান্য দিচ্ছি। তিনি আরও জানান, কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন গবেষণা প্রতিষ্ঠানগুলো জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম নতুন জাতের...