রাশিয়ার মস্কো শহরের কেন্দ্রস্থলে রোসআটম অ্যাডিটিভ টেকনোলজিসের উচ্চ-নিরাপত্তা গবেষণা কেন্দ্রে নীরবে চলছে এক বৈপ্লবিক পরিবর্তন। ভবিষ্যতের রকেট, নিউক্লিয়ার রিঅ্যাক্টর এমনকি জটিল যন্ত্রাংশ নির্মাণের ধরনই বদলে দিতে পারে এই প্রযুক্তি। সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। এখানেই দাঁড়িয়ে আছে রাশিয়ার সবচেয়ে বড় ইলেকট্রন বিম ৩ডি প্রিন্টার। এটি শুধুমাত্র ছাপায় না, এটি টাইটেনিয়ামকে গলায়, কাটাকুটি করে, এবং জটিল যন্ত্রাংশে রূপ দেয় যা স্পেস মিশন ও পারমাণবিক রিঅ্যাক্টরে ব্যবহৃত হয়। রাশিয়া বর্তমানে অ্যাডিটিভ ম্যানুফ্যাকচারিং বা জনপ্রিয়ভাবে পরিচিত এই ৩ডি প্রিন্টিং। রোসআটমের অ্যাডিটিভ ম্যানুফ্যাকচারিং ইউনিটের পরিচালক ইলিয়া ভ্লাদিমিরোভিচ কাভেলাশভিলি বলেন, এই ৩ডি প্রিন্টারগুলো এতটাই উন্নত যে টাকা ছাড়া সবকিছুই ছাপাতে পারে কারণ কেবল কেন্দ্রীয় ব্যাংকই টাকা ছাপে। এই বিপ্লবী প্রযুক্তির অংশ হতে যাচ্ছে ভারতও। রাশিয়ার এই বিশালাকৃতির ইলেকট্রন বিম ৩ডি প্রিন্টারটি শিগগিরই ভারতে...