২৫ সেপ্টেম্বর ২০২৫, ০২:০৬ পিএম | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০২:০৬ পিএম ছাগলনাইয়ায় নিকাহ রেজিস্ট্রার (কাজী) পদে নিয়োগ পেয়েছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পলাতক নেতা কাজী মুস্তাফিজুর রহমান। এই নিয়োগ বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন এলাকাবাসী। বুধবার সন্ধ্যায় ছাগলনাইয়া পৌর শহরের একটি মার্কেটে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন, নিকাহ রেজিস্ট্রার পদে নিয়োগ বঞ্চিত কামরুল ইসলাম হায়দার। উপস্থিত থেকে বক্তব্য রাখেন, নিকাহ রেজিস্ট্রার পদে নিয়োগ বঞ্চিত নুর মোহাম্মদ ভূঁইয়া, আবদুল হান্নান চৌধুরী, মোহাম্মদ হেলাল উদ্দিন সুমন ও লুৎফুর রহমান। বক্তারা বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা কাজী মুস্তাফিজুর রহমানের নিয়োগকে কেন্দ্র করে উপজেলা জুড়ে বইছে সমালোচনার ঝড়। সর্বত্রই প্রশ্ন - একজন পদধারী ছাত্রলীগ নেতা কিভাবে এই পদে নিয়োগ পেয়েছেন এবং বহাল রয়েছেন ? কাজী মুস্তাফিজুর রহমান নিষিদ্ধ...