২৫ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৩ পিএম | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৩ পিএম প্রযুক্তির দুনিয়ায় আবারও চমক দেখাল জাপান! এবার তারা তৈরি করেছে এমন এক ব্যতিক্রমধর্মী বাহন, যার চাকা নেই, আছে চারটি পা! দেখতে অনেকটা রোবটিক ঘোড়ার মতো এই চার পায়ের "বাইক" চলতে পারে পাথুরে পাহাড়, উঁচু-নিচু পথ কিংবা খাড়া ঢাল বেয়ে। বাইক নয়, যেন ভবিষ্যতের বাহন। বিশ্ববিখ্যাত প্রতিষ্ঠান কাওয়াসাকি হেভি ইন্ডাস্ট্রিজ সম্প্রতি এই অভিনব যানটির নাম দিয়েছে "করলিও"। এটি প্রকাশ্যে আনা হয়েছে ২০২৫ সালের ওসাকা-কানসাই এক্সপো উপলক্ষে, যা বিশ্বের অন্যতম প্রযুক্তিনির্ভর প্রদর্শনী হিসেবে পরিচিত। করলিওর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে , এটি চারটি শক্তিশালী যান্ত্রিক পা ব্যবহার করে চলে। একে বলা যায় একধরনের রাইডেবল রোবট, যার ওপর মানুষ উঠে সরাসরি রাইড করতে পারে, অনেকটা ঘোড়ায় চড়ার মতো। প্রতিটি পায়ে রয়েছে নিজস্ব...