২৫ সেপ্টেম্বর ২০২৫, ০২:০৩ পিএম | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০২:০৩ পিএম ‘শিক্ষা একটি সিঁড়ি। আমি সেই সিঁড়ি বেয়ে উপরে উঠেছি। তোমরাও শিক্ষার সিঁড়ি বেয়ে উপরে উঠে এসো’ বলেছেন সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ ড. কাকলী মুখোপাধ্যায়। তিনি আরও বলেন, এই কলেজে দীর্ঘদিন অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালনের কারণে এখানকার সবকিছু আমার আত্মার আত্মীয় হয়ে গেছে। ফরিদপুরের সদরপুর সরকারি কলেজের বর্ণাঢ্য নবীনবরণ নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্য প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় সদরপুর সরকারি কলেজ ক্যাম্পাসে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীনবরণ ২০২৫ইং অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ প্রফেসর শাহ্ মোঃ ইকবাল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে এ সময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদরপুর সরকারি কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক মোঃ ইসমাইল হোসেন, প্রফেসর ড. ফখরুল ইসলাম...