প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হিসেবে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন বিএনপি, জামায়াত ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। সম্প্রতি নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে এনসিপি নেতা আখতার হোসেন হামলার শিকার হন। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও এনসিপি নেত্রী ডা. তাসনিম জারা ঘটনাস্থলে ছিলেন। তবে সফরসঙ্গী হয়েও বিমানবন্দর থেকে আলাদাভাবে বের হওয়া নিয়ে আলোচনা শুরু হলে ব্যাখ্যা দিয়েছেন জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। যুক্তরাষ্ট্রের বাংলা দৈনিক ঠিকানা পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, প্রথমে তাকে চিফ অ্যাডভাইজারের বহরে গাড়িতে তোলা হয়েছিল। কিন্তু ভিসার ধরনের পার্থক্যের কারণে বিভ্রান্তি তৈরি হয়। তাহের বলেন, “সরকারি প্রতিনিধিদের ভিসা ছিল জি-ওয়ান, যাদের ফিঙ্গারপ্রিন্ট লাগে না। আর আমাদের ভিসা ছিল রেগুলার ট্যুরিস্ট ভিসা, যেখানে ফিঙ্গারপ্রিন্ট নেওয়া বাধ্যতামূলক। এ কারণে একটি...