যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতীয় নাগরিক পার্টির সদস্য (এনসিপি) নেতাদের ওপর হামলাকারীদের বিরুদ্ধে মামলা করেছেন দলটির সদস্য সচিব আখতার হোসেন।বাংলাদেশ সময় বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় এয়ারপোর্টের নিকটবর্তী থানায় এ মামলা করেন তিনি। এক ভিডিওবার্তায় এ তথ্য জানিয়েছেন আখতার হোসেন নিজেই।ভিডিও বার্তায় তিনি বলেন, এয়ারপোর্টে হামলার পরে আওয়ামী সন্ত্রাসীরা আবার আমাদের হোটেল লবিতে এসেছিল হামলা করার উদ্দেশ্যে। সে সময় যুক্তরাষ্ট্রে অবস্থানরত এনসিপির নেতাকর্মীরা ও আমাদের শুভাকাঙ্ক্ষীরা তাদের প্রতিহত করেন এবং পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। পরে পুলিশের তদন্তকারী কর্মকর্তা আমাদের কাছে এসে মামলা করার জন্য পরামর্শ দেন। তারই পরিপ্রেক্ষিতে এয়ারপোর্টের নিকটবর্তী থানায় আমি মামলা করি।তিনি আরও বলেন, ইউএস পুলিশকে আমরা এ বিষয় অবহিত করেছি যে, যারা এই ঘটনাগুলো যুক্তরাষ্ট্রে ঘটিয়েছে তারা বাংলাদেশে নিষিদ্ধ এমন একটি সংগঠনের সঙ্গে জড়িত, যারা গত বছর বাংলাদেশে গণহত্যা...