গাইবান্ধার সাঘাটা উপজেলায় এক নারী উদ্যোক্তাকে বিয়ের প্রলোভনে ধর্ষণ এবং পরে পরিকল্পিতভাবে ডেকে নিয়ে মারধর ও মাথার চুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।বুধবার (২৪ সেপ্টেম্বর) রাতে উপজেলার উল্লা ভরতখালি বাজারে এ ঘটনা ঘটে। বর্তমানে ভুক্তভোগী নারী গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।অভিযুক্ত আব্দুল আজিজ খোকন একই উপজেলার উল্যাবাজার গ্রামে বাসিন্দা বলে জানা গেছে।নারী উদ্যোক্তার অভিযোগ, গত ৭ আগস্ট গাইবান্ধা শহরের ঘাঘট লেকের পাশে তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে খোকন। এরপর বিয়ের প্রতিশ্রুতি থেকে সরে গিয়ে বিভিন্নভাবে তাকে ভয়ভীতি দেখানো শুরু করে। বিষয়টি কাউকে জানালে ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ারও হুমকি দেন।খাগড়াছড়িতে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগভুক্তভোগী নারী বলেন, বিয়ের প্রলোভন দেখিয়ে সে একাধিকবার ধর্ষণ করেছে আমাকে। পরে বিভিন্ন অন্তরঙ্গ ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার...