পিআর পদ্ধতির নির্বাচনের মাধ্যমে দলীয় ও ব্যক্তি স্বৈরতন্ত্র চালু হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের সেমিনারে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি | সালাহউদ্দিন আহমদ বলেন, ‘অনেক লম্বা বক্তব্য অনেক জায়গায় বিশিষ্ট আইনজীবীরা বিভিন্নভাবে দিয়েছে। বলা হচ্ছে, এই সরকার পুরোপুরি সাংবিধানিক সরকার না, পুরোপুরি না অভিপ্রায়ের সরকার, বলা হচ্ছে এইটা নাকি মাঝামাঝি সরকার। আমি বললাম, এই বিষয়টা তো আগে নির্ধারণ করা দরকার। কীভাবে? বলল যে, অভিপ্রায়ের মধ্য দিয়ে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে। সুতরাং এটি পুরোপুরি সাংবিধানিক না, প্রথম যুক্তি তাদের। এই যুক্তির জবাব হচ্ছে, অভিপ্রায় অনুযায়ী জনগণের চূড়ান্ত অভিব্যক্তি যে দলিল সেই দলিলের নাম সংবিধান। কিন্তু সেই অভিপ্রায়টি যতক্ষণ পর্যন্ত সংবিধান হিসেবে প্রকাশিত না হবে, গৃহীত না হবে ততক্ষণ পর্যন্ত এই অভিপ্রায় হলো...