অতিথি এলে ঘরের পরিবেশকে স্বাগতপূর্ণ করে তোলাই ইচ্ছে সবারই হয়। সুন্দর খাবার, পরিপাটি সাজসজ্জা কিংবা আন্তরিক আতিথেয়তা— সব মিলিয়ে চান তারা যেন আনন্দ পান। তবে বাস্তবে অতিথিরা প্রশংসা করলেও, অনেক কিছু অজান্তেই তারা খেয়াল করেন যা নিজের নজরে নাও আসতে পারে। অন্দরসজ্জাবিদ গুলশান নাসরিন বলেন, “নিজে সবসময় খুঁটিনাটি বোঝা যায় না। তাই এমন কারও মতামত নেওয়া উচিত, যে সঠিক পরামর্শ দিতে পারে। এতে বোঝা যাবে ঘরে অতিথিদের কাছে কোন বিষয়টা সবচেয়ে বেশি চোখে পড়ছে।” অতিথিদের থাকার ব্যবস্থা সব সময় বিলাসবহুল হোটেলের মতো হয় না। কারও ঘরে থাকতে হয় ‘সোফা কাম বেড’য়ে, কারও পুরানো ডিভানে বা কখনও এয়ার-ম্যাট্রেসে। বাইরে থেকে অতিথিরা হয়ত বলবেন— “খুব ভালো ঘুম হয়েছে”। তবে বাস্তবে তারা অস্বস্তি বোধ করতে পারেন। সমাধান:অতিথির বিছানা নিজেই একবার ব্যবহার করে দেখুন।...