পঞ্চগড়ের দেবীগঞ্জে বন বিভাগের রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ে গিয়ে দেখা গেছে, অফিস খোলা থাকলেও সেখানে কোনো কর্মকর্তা বা কর্মচারী উপস্থিত ছিলেন না। বৃহস্পতিবার দুপুর ১২টা ৩৮ মিনিটে সরেজমিনে দেখা যায়, অফিসকক্ষে বিদ্যুতের সংযোগ চালু রেখে ফ্যান ও বাল্ব জ্বলছিল। তবে কর্মকর্তা-কর্মচারীদের কাউকেই সেখানে পাওয়া যায়নি। এ বিষয়ে দেবীগঞ্জ বন বিভাগের বিট কর্মকর্তা রিয়াজুল হাসনাতের সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, “কোনো প্রয়োজন থাকলে বলুন, আমি বর্তমানে বাইরে আছি। এক ঘণ্টা পর আপনার সঙ্গে দেখা হবে।” অন্যদিকে দেবীগঞ্জ রেঞ্জ কর্মকর্তা মো. মনজুরুল করিম জানান, “ভুল করে বৈদ্যুতিক সংযোগ চালু রেখে ফিল্ডে এসেছি। এ জন্য...