ঝালকাঠিতে ১২ অক্টোবর থেকে শুরু হচ্ছে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন NewsG24 এর নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি। ঝালকাঠি:“টাইফয়েড জ্বর প্রতিরোধে, টিকা নেবো দল বেঁধে” — এ প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ১২ অক্টোবর থেকে সারা দেশে শুরু হচ্ছে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫। সরকারের ইপিআই কর্মসূচির আওতায় পরিচালিত এ ক্যাম্পেইনের মাধ্যমে শিশুদের টাইফয়েড জ্বর থেকে সুরক্ষিত রাখাই মূল লক্ষ্য।বৃহস্পতিবার জেলা প্রশাসকের সভাকক্ষে ঝালকাঠি জেলা তথ্য অফিসের আয়োজনে গণমাধ্যম কর্মীদের পরামর্শ কর্মশালায় এ তথ্য জানানো হয়।এ সময় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আশরাফুর রহমান। জেলা তথ্য কর্মকর্তা লেলিন বালা’র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিসেফ বরিশাল আঞ্চলিক প্রধান সঞ্জিব কুমার দাস, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. মো. মোস্তাফিজুর রহমান, ঝালকাঠি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আক্কাস সিকদার, সহ-সভাপতি আল-আমীন তালুকদারসহ বিভিন্ন গণমাধ্যম...