লা লিগা সভাপতি জেভিয়ার তেবাস মনে করেন শুধু বয়স কম হওয়ায় এ বছর ব্যালন ডি’অর জিততে পারেননি লামিনে ইয়ামাল। তবে তিনি আশাবাদী, দ্রুতই বার্সেলোনার এই তারকার হাতে উঠবে ফুটবলের সবচেয়ে মর্যাদাকর এই পুরস্কার।জুলাইয়ে ১৮ বছরে পা রেখেছেন ইয়ামাল। সোমবার ইয়ামালকে ছাপিয়ে এবার ব্যালন ডি’অর জয় করেছেন পিএসজি ফরোয়ার্ড ওসমান ডেম্বেলে। যদিও একেবারে খালি হাতে ফেরেননি ইয়ামাল। অনূর্ধ্ব-২১ ক্যাটাগরিতে বিশ্বের সেরা তরুণ খেলোয়াড় হিসেবে টানা দ্বিতীয়বার তিনি কোপা ট্রফি জয় করে রেকর্ড গড়েছেন।ব্যালন ডি’অর ইয়ামালের হাতে না ওঠা প্রসঙ্গে তেবাস বলেন, ‘তার বয়স যদি ২৩ বছরের বেশি হতো তবে হয়তোবা সে এই পুরস্কার জয় করত। আমি নিশ্চিত, যেহেতু তার বয়স কম এবং একটি ট্রফি সে পেয়ে গিয়েছিল, সে কারণেই ব্যালন ডি’অর জিততে পারেনি।যদিও তেবাসের সঙ্গে একমত হতে পারেনি বার্সেলোনা সভাপতি হুয়ান...