পাকিস্তানি ক্রিকেটার হারিস রউফ এবং শাহিবজাদা ফারহানের বিরুদ্ধে আইসিসিতে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে ভারত। রোববার দুবাইয়ে সুপার ফোরের ম্যাচে এই দুই ক্রিকেটার শত্রুদেশ ভারতকে দেখিয়ে এমন কিছু উদযাপন করেন, যা নিয়ে খেপেছে ভারতীয়রা। হারিস রউফ এবং ফারহানের মাঠের আচরণের জন্য ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) বুধবার একটি ইমেইলের মাধ্যমে অভিযোগটি জমা দেয় এবং আইসিসি ইতিমধ্যেই সেটি গ্রহণ করেছে। যদি ফারহান ও রউফ লিখিতভাবে অভিযোগ অস্বীকার করেন, তাহলে বিষয়টি নিয়ে আইসিসির শুনানি হতে পারে। এই ক্ষেত্রে তারা দ্বিতীয় ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের সামনে হাজির হতে পারেন। প্রথম ম্যাচ রেফারি হলেন অ্যান্ডি পাইক্রফট। বিসিসিআইয়ের অভিযোগে উল্লেখ করা হয়েছে, ফারহান হাফসেঞ্চুরি করার পর যেভাবে উদযাপন করেন এবং রউফ বাউন্ডারির ধারে ফিল্ডিং করার সময় যেভাবে দর্শকদের উদ্দেশে ইঙ্গিত করেন; এই দুটি ঘটনাই সামাজিক যোগাযোগমাধ্যমে...