মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন চলাকালীন ২১ দফা একটি পরিকল্পনা উত্থাপন করেছে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে বিশেষ মার্কিন প্রতিনিধি উইটকফ বুধবার (২৪ সেপ্টেম্বর) বলেছেন, গাজা সংকট নিয়ে শিগগিরই কিছু অগ্রগতির ঘোষণা আসতে পারে। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। উইটকফ বলেন, সৌদি আরব, কাতার ও মিসরসহ কয়েকটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের নেতার সঙ্গে সোমবার আয়োজিত বৈঠকে এই প্রস্তাবনা উপস্থাপন করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, পরিকল্পনায় যেমন ইসরায়েলের উদ্বেগের প্রতিফলন রয়েছে, তেমনি প্রতিবেশী দেশগুলোর উৎকণ্ঠাও তুলে ধরা হয়েছে। তিনি বলেন, আমরা কেবল আশাবাদী নই, বরং বলতে পারেন আত্মবিশ্বাসী যে, আগামী কয়েক দিনের মধ্যে এক ধরনের অগ্রগতি ঘোষণা করা সম্ভব হবে। গাজায় প্রায় দুই বছর ধরে চলমান যুদ্ধ অবসানের কোনও লক্ষণ এখনও দেখা যাচ্ছে না। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের...