যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে তাঁদের ওপর আবারও আওয়ামী লীগ হামলা করতে এসেছিল বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন। একই সঙ্গে তিনি জানান, আগের হামলা নিয়ে মামলা করা হয়েছে। নিউইয়র্ক সফররত আখতার হোসেন সেখান থেকে এক ভিডিও বার্তায় এসব তথ্য জানান। বার্তাটি তাঁর দলের ভেরিফায়েড ফেসবুক পেজে আপলোড করা হয়েছে আজ বৃহস্পতিবার। আখতার হোসেন বলেন, এয়ারপোর্টে হামলার পর আজ সন্ধ্যাবেলা (স্থানীয় সময়) আওয়ামী সন্ত্রাসীরা আবার হোটেল লবিতে এসেছিল হামলা করার উদ্দেশে। এ সময় যুক্তরাষ্ট্রে অবস্থানরত এনসিপি সদস্য ও আমার শুভাকাঙক্ষীরা তাদের প্রতিহত করেন এবং পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। তিনি বলেন, পরবর্তীতে পুলিশ ইনভেস্টিগেশন অফিসার মামলা করার জন্য আমাদের পরামর্শ দেন। তার পরিপ্রেক্ষিতে আমি এয়ারপোর্টের খুব কাছে যে থানা রয়েছে সেখানে এসেছি এবং যারা সেদিন আমাদের ওপর হামলা করেছিল, হত্যার...