ঘড়ির কাঁটা দুপুর ১২টা ছুঁই ছুঁই। তখনও বন্ধ চট্টগ্রামের মিরসরাই উপজেলার ওয়াহেদপুর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র। প্রায় সময় বন্ধ থাকে প্রান্তিক মানুষের জন্য প্রতিষ্ঠিত স্বাস্থ্যকেন্দ্রটি। দায়িত্বে থাকা একমাত্র ভিজিটর আসেন সপ্তাহে তিনদিন। এছাড়া এখানে জনবল হিসেবে একজন মাত্র চিকিৎসক নিয়োগ থাকলেও তিনি ডিউটি করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। স্বাস্থ্যকেন্দ্রে ডিউটি করেন সপ্তাহে একদিন। খোঁজ নিয়ে জানা গেছে, মিরসরাই উপজেলার বিস্তীর্ণ জনপদ ছোট কমলদহ বাজারে অবস্থিত ওয়াহেদপুর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র। তবে লোকবল ও চিকিৎসা সরঞ্জামের অভাবে প্রতিষ্ঠানটির অবস্থা খুবই নাজুক। আসেন না চিকিৎসক। মাতৃ ও শিশু সেবার জন্য ভিজিটর নিয়োগ থাকলেও নেই ওষুধ এবং সরঞ্জাম। মৃতপ্রায় স্বাস্থ্যকেন্দ্র নিয়ে চরম হতাশ এলাকাবাসী। সরেজমিনে দেখা গেছে, হাসপাতালে চিকিৎসক এবং সহকারীর রুমে তালা ঝুলছে। নেই কোনো ফার্মাসিস্ট। রোগী বসার ওয়েটিং রুমও ফাঁকা।...